শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে আসিফ বালাম ও ইমরানের মুমিন হতে চাই

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন তিন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, বালাম এবং ইমরান। তারা গেয়েছেন একটি ইসলামিক গান। শিরোনাম ‘মুমিন হতে চাই’। পবিত্র মাহে রমজান উপলক্ষে গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রæব মিউজিক স্টেশন’। ‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই- এমন কথার গানটি লিখেছেন- গোলাম কবীর রনী। সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন মীর মাসুম। গানটির ভিডিও নির্মান করেছেন, শাহরিয়ার পলক। আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো গাইলাম একটি ইসলামিক গান, আমার সাথে আছে বালাম ও ইমরান। অসম্ভব মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টি কর্তার অপার মহিমার কথা। গানটির ভিডিওতে দেখানো হয়েছে আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক। আশা করছি, গানটি সবার হৃদয়কে নাড়া দেবে। ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে মুক্তি পেয়েছে ‘মুমিন হতে চাই’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওবায়েদুল্লাহ ১৪ জুন, ২০১৭, ২:০৮ এএম says : 0
মনে হয় ভালোই হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন