রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুস্থদের চাল আত্মসাত মামলায় চেয়ারম্যানসহ জেলহাজতে ৪ জন

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : ভিজিডির চাল ওজনে কম দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও ইউপি সচিবসহ চার জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, ভিজিডির চাল ওজনে কম দেয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল গত বৃহস্পতিবার বিকেলে ১০ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ২নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম, ইউপি সচিব তৌহিদুল আলম ও গ্রামপুলিশ জিয়াউর রহমানকে আটক করে। তিনি জানান, দুঃস্থদের মাঝে ৩০ কেজি করে চাল দেবার কথা থাকলেও ৫ কেজি করে কম দেয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহম্পতিবার রাতে গ্রেফতারকৃত চারজনের নাম উলে­খ করে আরও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা খাতুন। পরে গ্রেফতারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন