বিনোদন ডেস্ক: নির্মাতা প্রদীপ সরকারের পরবর্তী জুটিতে প্রায় সাত বছর পর জুটি বাঁধতে চলেছেন অজয়-কাজল। তাদের সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে টুনপুর কা সুপার হিরো চলচ্চিত্রে। যদিও তাদের একসঙ্গে ফিরে আসার এই ছবিটি পরিচালনা করার কথা ছিল বিজ্ঞাপন নির্মাতা রাজ সারথির। কিন্তু রাজ সারথির পরিবর্তে পরিচালক হিসেবে প্রদীপ সরকারের নাম ঘোষণা করেছেন অজয় নিজেই। তবে পরিচালক যেই হোন আবারও সাত বছর পর তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। বর্তমানে বাদশা চলচ্চিত্রের প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন অজয় দেবগন। তার এ ব্যস্ততা থাকবে ২০১৯ সাল পর্যন্ত। কারণ বাদশা ছাড়াও প্রায় সাতটি ছবি রয়েছে অজয়ের হাতে। গোলমাল এগেইন, রেইড, সন অফ সর্দার, সাতসাং, রাজনীতি ২, তানাজি: দ্য আনসাং ওয়্যারিওর। এ ছাড়া নাম ঠিক না হওয়া আকিব আলীর পরবর্তী চলচ্চিত্রেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অজয়। অজয়ের স¤পূর্ণ বিপরীত অবস্থা কাজলের। আপাতত কোনো ছবির কাজ হাতে নেই কাজলের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন