শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বইমেলায় কনকচাঁপা’র গ্রন্থ কাটাঘুড়ি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট কন্ঠশিল্পী কনকচাঁপার স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘কাটাঘুড়ি’। কনকচাঁপা তার বইটিতে জীবনের ফেলে আসার দিনের স্মতিচারণ করেছেন। ‘অনন্যা প্রকাশনী’ থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন হয়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বরেণ্য সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান এবং কনকচাঁপা ‘কাটাঘুড়ি’ বইটির মোড়ক উন্মোচন করেন। কনকচাঁপা বলেন,‘আমি বারবার মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করি এ কারণেই যে, আল্লাহ কিছু কিছু মানুষকে বিশেষত্ব দিয়ে দেন, সেই বিশেষত্বের কারণে মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে। এটা আমি এখন উপলদ্ধি করি। বইমেলা গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা কাছ থেকে অনুভব করেছি। আমি যাদেরকে মোড়ক উন্মোচনে আসতে বলেছিলাম, তারাও এসেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, একজন লেখক হিসেবে কনকচাঁপার আতœপ্রকাশ ঘটে ২০১০ সালে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত ‘স্থবির যাযাবর’ বইটি প্রকাশের মধ্যদিয়ে। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ বই দুটি প্রকাশিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন