সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা: বহু প্রত্যাশিত ও আলোচিত সোনাপুর-সোনাগাজী-জোরালগঞ্জ সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে এগিয়ে চলছে। ২৪৬ কোটি টাকা ব্যয়ে ২০১৫-১৬ অর্থ বছরে ৫৬ কি.মি. সড়কের নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়। ঐ সড়কের সংযোগস্থলে ছোট ফেনী নদীর উপর সাহেবের ঘাট নামক স্থানে ৪৯ কোটি টাকা ব্যায়ে ৪৭৮ মিটার দৈর্ঘ্যে ব্রিজ নির্মান শুরু করেন মের্সাস রানা বির্ল্ডাস নামের ঠিকাদারী প্রতিষ্টান। ব্রিজটি নির্মানের শুরু থেকে মরিচা ধরা বাংলা রড, নিম্নাণের অপরিস্কার কংকিট, বালু এবং সল্প-পরিমানে সিমেন্ট ব্যাবহার করায় গত শনিবার সকালে ব্রিজের ১টি গার্ডার ভেংগে নদীতে পড়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন