শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নারীর ক্ষমতায়নে বিশ্বের সর্বোচ্চ স্থানে বাংলাদেশ-ওয়াশিকা আয়েশা খাঁন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারায় ওয়াশিকা আয়েশা খাঁন এমপি বলেছেন,আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারে নারীর ক্ষমতায়নে প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পরপর তিনবার সর্বোচ্চ স্থান অধিকার করেছে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সমানতালে কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের শীর্ষ-পর্যায়ে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নারীর ক্ষমতায়নে এবং নারীর যথাযথ মূল্যায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিশ্বের সর্বোচ্চ দশ ক্ষমতাধর রাষ্ট্রনায়কের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। তিনি গত শনিবার সন্ধ্যায় উপজেলার তৈলারদ্বীপ-বারখাইন মজিদিয়া ছৈয়দিয়া কাদেরীয়া মাদ্রাসা ও এতিমখানার ১৮তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আহমদের সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাষ্টার ফজলুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খাঁন সওগাত,ব্যাংকার সরওয়ারুল করিম আজাদ,বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গাফফার,ইউপি সদস্য আজিজুল হক,জসিম উদ্দিন,ব্যবসায়ী শেখ মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী বাবুল। সভায় তকরির পেশ করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুজিবুর রহমান আল-কাদেরী ও হযরত সুমাইয়া (র.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদত হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন