শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বনের হনুমান লোকালয়ে

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি বিরল প্রজাতির হনুমান। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারনা করছেন অনেকে। উপজেলার সগুনা ইউনিয়নের প্রত্যন্ত ধামাইজ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমানটি। কখনো গাছের ডালে আবার কখনো বসতঘরের চালে দেখা মিলছে প্রাণীটির।
সরেজমিনে দেখা গেছে, হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। আদর করে নানা জাতের দেশীয় ফল খেতে দিচ্ছেন অনেকে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছেন। আবার কেউবা কারণে-অকারণে প্রণীটি লক্ষ্য করে ঢিল ছুড়ছেন।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন বস জানিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে হনুমানটি অক্ষত অবস্থায় উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন