রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন : হাঁটো আলোর পথে, সেন্ট্রাল বয়েজ তোমার সাথে এ শ্লোগানকে সামনে রেখে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। গতকাল শনিবার দুপুরে সদরস্থ ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলস্ লিমিটেডের পৃষ্টপোষকতায় সেন্ট্রাল বয়েজের ২য় বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত বিশাল এ আয়োজনে সভাপতিত্ব করেন তারুণ্যের প্রতিক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। মাকসুদুল আলম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বক্তব্য রাখেন দি পূর্বকোন লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী,রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দার চৌধুরী বাবুল,পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান,ফ্ল্যামিংগো ট্যুরস্ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফরহাদ গনী নয়ন,সেন্ট্রাল বয়েজের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী,সারজু মোহাম্মদ নাছের,তপন দে,আরিফুল হক,মোস্তাফা,জিয়াউল হক রুকন,এস এম মহিবুল্লাহ,ওসমান গনী রানা,ছাত্রলীগ অনুপ চক্রবর্তী,সেন্ট্রাল বয়েজের ইমতিয়াজ জামাল নাকিব,আসিফ জাহান,মঈনুদ্দীন জামাল চিশতি,অর্জন বড়–য়া,শাহরিয়ার হাসান সাকিব প্রমুখ। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমরা ভাল কাজে পাশে সবসময় ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকব। রাউজানকে সুন্দর করার দায়িত্ব সবার। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাউজানে ইতিহাসের সেরা উন্নয়ন হয়েছে। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলেদেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন