বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে ১২টি পরিবারের ৪৫টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের ৪৫টি টিন ও খড়ের ঘরসহ সর্বস্ব পুঁড়ে গেছে। এ সময় দুইটি পরিবারের নগদ এক লাখ ২৫ হাজার টাকা পুঁড়ে যায়। এ ছাড়াও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে চারটি গাভী, ১৪টি ভেড়া-ছাগল ও বিপুল সংখ্যক হাঁস-মুরগি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ২১ মার্চ ভোরে উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী ঘোনপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনব্বী সরকার জানান, গত বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় উল্লিখিত এলাকার আনোয়ার হোসেনের গোয়াল ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে থাকা বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের রব্বানী, রফিকুল ইসলাম, মো. মোস্তফা, আনোয়ার, মোতা, শরিফুল,আবু বক্কর সিদ্দিক মঙ্গলু, আবু তালেব, আজিজার রহমান, কাল্লু, মো. আনারুল, মমিনুর রহমানের টিনের ঘর, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে রফিকুল ইসলামের নগদ ৬৫ হাজার এবং আনোয়ার হোসেনের ৬০ হাজার টাকা ও চারটি গাভী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরিধেয় বস্ত্র ছাড়া কোনো কিছুই রক্ষা করতে পারেনি। বর্তমানে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের শিশুসহ ৫২ জন নারী পুরুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন