বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

হাসান ইকবাল

স্বাধীনতা

স্বাধীনতার সুগন্ধি ঢেলে আকাশে উড়ছে বিজয়ের পতাকা
লাল সবুজের দীপালিতে জ্বলজ্বল করছে স্বদেশের মুখ,
ভালোবাসার অঙ্গরী জড়িয়ে আছে রক্তাক্ত অনামিকায়।
বসন্তের বর্ণময় দিনে অপরাহ্নের অঞ্জন মেখে
বেদনার বাগানে ডাগর চোখে কথা বলে অশোক-পলাশ,
মুক্তির মিছিলে সহ স্লোগানে কথা বলে পরম পঙ্ক্তিমালা
ছাপান্ন হাজার বর্গমাইল কাঁপে,স্বাধীনতার আজন্ম উত্তাপে।


জালাল জয়

চৈত্র হাওয়া

চৈত্রে মায়া খুব যতনে দখিন হাওয়ায়
উড়ে আসে দৃষ্টি কেড়ে মধুর ছোঁয়ায়
কোকিল শ্যামা বৃষ্টি নামায় মধুর সুরে
সখি আমার যায় হারিয়ে অনেক দূরে
বেলা শেষে মেঘের দেশে যায় উড়ে যায়
চৈত্রে মায়া খুব যতনে দখিন হাওয়ায়
বৃষ্টি নামে বৃষ্টি হাসে আঁধার রাতে
মধুর ছোঁয়ায় স্বপ্ন আসে জলের সাথে

একটু দাড়াও বসন্তটা যাচ্ছে কোথায়
কোকিল শ্যামা উড়ে গেলে মনটা পোড়ায়
ইচ্ছে করে পাখির ডানায় যাই মিশে যাই
বসন্ত রঙ গায়ে মেখে দুঃখ উড়াই
চোখের তারায় ফুলের মেলায় মেী উড়ে যায়
চৈত্রে মায়া খুব যতনে দখিন হাওয়ায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন