বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাতিয়ায় অগ্নিকান্ডে ৪০টি দোকান পুড়ে ছাই

হাতিয়া (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

হাতিয়া উপজেলার চরকিং দাসপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা বলে ব্যবসায়ীরা জানান। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দাসপাড়া বাজারের দুই দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ৪০টি দোকান ভস্মীভূত হয়। গতকাল শুক্রবার সকালে হাতিয়া উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, দমকল বাহিনী না থাকায় হাতিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে অগ্নিকান্ডে প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদহানি ঘটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন