শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মানুষ একবার মরে দুইবার মরে না : বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৌত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, পাকিস্থানের প্রেতআত্বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে রয়েছে, ৩০ লক্ষ মানুষ ও ২লক্ষ মা-বোনদের শহীদের রক্তের বিনিময়ে গড়া আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার যা যা করা দরকার তা করেছে, ভবিস্যতে আরও যা যা করা দরকার তা করবে, বহু মুক্তিযোদ্ধা গরীব তাদের জন্য ১০ হাজার টাকা সম্মানী অনেক টাকা। এ জাতীকে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষন বঙ্গবন্ধু ঈমানের সাথে বলিয়ান হয়ে বলেছিলেন দেশের মানুষকে মুক্ত করে ছারবো ইনশাআল্লাহ্ এটা ঐশ^রিক দানের শক্তি। মানুষ একবার মরে দুই বার মরেনা। এই না বঙ্গবন্ধু যার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল।তিনি গতকাল দুপুরে রাজাপুর উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ঐতিহাসিক ৭মার্চের ভাষনের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতী বিষয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল এ সভার সভাপতিত্ব করেন। এর পূর্বে সকাল ৮ঘটিকায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলোন এবং জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ, আনসার, ভিডিপি, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বি, এস, সিসি, স্কাউট কর্তৃক কুচাকাওয়াজ, শরীল চর্চা প্রদর্শন অনুষ্ঠানে অংশগ্রহন করেন এবং অংশগ্রহন কারিদের পুরুস্কার বিতরণ করেন। পরে কাঠালিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন