শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শালিখায় ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক সাময়িক বরখাস্ত : চলছে ছাত্রীদের ধর্মঘট

মাগুরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাগুরার শালিখা উপজেলার নাঘোসা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চলছে ছাত্রীদের অনীর্দ্দিষ্ট কালের জন্য ধর্মঘট। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও অফিস সহকারি মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের শ্লিলতা হানী ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করার অভিযোগে এ ধর্মঘটের ঘটনা ঘটেছে। বিষয়টি চারিদেকে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক মহল ঐ সহকারি প্রধান শিক্ষক ও অফিস সহকারির পদত্যাগের দাবীতে অনীর্দ্দিষ্ট কালের জন্য ধর্মঘট আহবান করে। সহকারি প্রধান শিক্ষক ও অফিস সহকারি পদত্যাগ না করা পর্যন্ত এই ধর্মঘট পালন করবে বলে বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রীরা জানায়। ফলে বিদ্যালয়ের কোন শিক্ষার্থী না থাকায় প্রতিদিনই শিক্ষকরা স্কুলে এসে বসে থেকে সময় কাটিয়ে চলে যাচ্ছেন। ঘটনায় অফিস সহকারি জিল্লুর রহমানকে ১ মাসের জন্য বরখাস্ত করেছেন ম্যানেজিং কমিটি । এছাড়াও একই ভাবে সহকারি প্রধান শিক্ষককের বিরুদ্ধে গত কয়েক মাস আগে ঐ বিদ্যালয়ের এক ৮ম শ্রেণির ছাত্রীকে শ্লিলতা হানী ও নানা প্রলোভনে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠাই তাকে ৩ মাসের সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটার কয়েক মাস পরেই অফিস সহকারি জিল্লুর রহমানের বিরুদ্ধে এক ১০ম শ্রেণির ছাত্রীর শ্লিলতা হানীর অভিযোগ ওঠে। বিদ্যালয়টির একজন সহকারি প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারির বিরুদ্ধে পর পর এমন জঘণ্য দুইটি ঘটনা ঘটার অভিযোগে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। ঘটনার অভিযুক্ত ঐ শিক্ষক ও অফিস সহকারি পদত্যাগ না করা পর্যন্ত অভিভাবক মহল ও এলাকার সচেতন ব্যক্তিরা তাদের মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাবেন না বলে সিদ্ধান্ত গ্রহন করেছে। গত ১০/১২ দিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের ধর্মঘট চলছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাকবি সিরাজ উদ দৌলাহ এর সাথে কথা বললে তিনি বলেন,বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে এবং আরো কঠর ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন