শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে ছাগল পালন করে স্বাবলম্বী ইসমত আরা বেগম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সংসারে অভাব অনটন আর স্থানীয় সুদের ব্যবসায়ীদের সুদের জালে জড়িয়ে জীবন যখন দুর্বিসহ হয়ে উঠেছিল কালকিনি উপজেলার বালিগ্রামের মো. রায়হান হাওলাদারের স্ত্রী ইসমত আরা বেগমের। তখনই তার হতাশ সংসার জীবনে সুখপাখি হয়ে ধরা দেয় ছাগল পালনের উদ্যোগ। আর এখন ছাগলের খামার করে নিজে ও পরিবারের লোকদের কর্মক্ষম করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংসারে পেয়েছেন সুখের ঠিকানা।
গ্রামবাসী ও স্বাবলম্বী ইসমত আরা বেগম জানান, সংসারে অভাব অনটনের কারণে যখন কোনো উপায়ান্তর না ছিল, তখন বিডিএস কালকিনি শাখার অধীনে বালিগ্রাম মহিলা সমিতি থেকে ২০১৬ সালে প্রথমে ৩০ হাজার ও পরে পর্যায়ক্রমে ৫০ হাজার করে টাকা ঋণ নিয়ে ছাগল পালন শুরু করেন তিনি। আর এতে সাফল্য ধরা দিলে আস্তে আস্তে তিনি ছাগল পালনের পাশাপাশি মাছচাষও শুরু করেন। আর এভাবে অল্প সময়ে তিনি ৪০টি ছাগলের একটি ফার্ম, দু’টি পুকুরে মাছচাষ ও দুইশত পানের বরজ করে তাতে পরিবারের লোকজনদের নিয়ে শ্রম দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। অপর দিকে ছেলেমেয়েদের চলছে লেখাপড়াও। তবে তিনি আরো একটি গরুর খামার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন