শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পটিয়া বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সাংবাদিক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া উপজেলার করল বালিকা উচ্চ বিদ্যালয়ের অমল চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধন ও লায়ন ডাক্তার মৃদুল বড়–য়া চৌধুরীর অর্থায়নে বিদ্যালয়ের পাঠাগার ও ডিজিটাল ক্লাস রুম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন উদ্ভোধন ও পাঠাগার ডিজিটাল ক্লাবের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত শুদ্ধাননন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সামশুল হক চৌধুরী (এমপি)। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রণব কুমার বড়–য়া। প্রধান বক্তা ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া। বিদ্যালযের প্রধান শিক্ষক রাকরশ্মি বড়–য়ার স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন বিশেষ অতিথি দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক অবপ্রাপ্ত ডিআইজি পি, আর বড়–য়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন ডাঃ মৃদুল বড়–য়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি রনজিত বড়–য়া, মহা সচিব প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়–য়া, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার, শিক্ষক বিমল কান্তি বড়–য়া, ভাটিখাইন ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার সন্তোস বড়–য়া, যুবলীগ নেতা আবু ছালেহ মো. শাহরিয়ার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন