লক্ষীপুর-ভোলা নৌরুটে গত শুত্রবার রাত থেকে ফেরি কনকচাপা বিকল হয়ে পড়ায় পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে ২ শতাধিক যানবাহন। এতে করে নির্ধারিত সময়ে পরিবহনগুলো পৌঁছাতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে ওইসব গাড়িতে থাকা কাঁচামালসহ বিভিন্ন জিনিসপত্র। দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা। মজু চৌধুরী ফেরি ঘাটের পন্টুন মাস্টার কামরুল রশিদ জানান, ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এতে তিনটির জায়গায় দুইটি ফেরি চলাচল করায় উভয় পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া নদীতে ভাটা পড়ার কারণেও দিনে ৪/৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ফেরিটি বিকল হয়ে পড়ায় লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাটে ২৫০টি ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। মেকানিককে খবর দেয়া হয়েছে ঠিক হতে আরো ২/১দিন সময় লাগতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন