শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়াসহ ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রনের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন ফেনীবাসী ও আমরা ফেনীবাসীর ব্যানারে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের অবৈধ উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান হাজারী খোকন, সাংবাদিক আবু তাহের ভুইয়া,আজাদ মালদার, মুদ্রন মালিক সমিতির সাধারন সম্পাদক আরিফুল আমিন রিজভী ও ফেনী থিয়েটারের প্রবীণ সমন্নয়ক ইকবাল আহমেদ পরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন