কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন, জাতীর সামনে মারাত্বক দূর্যোগ; যদি না সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রহণযোগ্য নির্বাচন হলে সকল সমস্যা, হিংসা, বিদ্বেষ ও হানা-হানি সব বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান শাসনামলের শেষ সময়ে যেমন একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি ছিল, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। যেই নির্বাচনে মানুষ বলতে পারবে আমি আমার ভোট দিতে পেরেছি। কোটা বিরোধী ছাত্রদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিসহ বিরোধীদল সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। ছাত্রদের আন্দোলনে ছাত্রদলকেও সমর্থন দিতে দেখা যায়নি। এক কথায় দেশীয় রাজনীতি দেউলিয়া হয়ে গেছে। কেউ কেউ একে লন্ডন ষড়যন্ত্রের কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি বলেন যারা বলছেন তারা বোকার স্বর্গরাজ্যে বাস করছেন। সাবেক সেনা প্রধান ও সাবেক এমপি মেজর জেনা: (অব:) মাহবুবুর রহমানের শতবর্ষী মা’কে দেখতে দিনাজপুরে আসেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রেগে কোটা আন্দোলন বাতিল করার ঘোষণা দেন। কিন্তু আন্দোলনকারীরা কোটা বাতিল চায়নি চেয়েছে সংস্কার। কিন্তু প্রধানমন্ত্রী সম্পূর্ণরুপে বাতিল করে দিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী শপথ গ্রহণের সময় কি বলেন রাগ ও বিরাগের বশে কিছু করবো না। কিন্তু তিনিতো শপথ লঙ্ঘন করলেন। এছাড়া সম্পূর্ণরুপে কোটা ব্যবস্থা বাতিলের ক্ষমতা প্রধানমন্ত্রী কেন- কাররোই নেই। কেননা সংবিধানের এমন কিছু মৌলিক অধিকার রয়েছে যা কোন দিনও বাতিল করা সম্ভব নয় যতদিন বাংলাদেশ আছে। পরে তিনি শহরের ঘাসিপাড়া এলাকায় সাবেক সেনাপ্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল (অব:) মাহবুবুর রহমানের বাসায় তার বৃদ্ধা মাকে দেখতে যান। এসময় কাদের সিদ্দিকি তাকে টাঙ্গাইলের একটি শাড়ী উপহার দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন