বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

জান্নাতুল ফেরদৌসি
সৌন্দর্য

তাহলে কি ভেবে নিবো? এতোকাল ধরে সৌন্দর্যের
মিথ্যে প্রকাশ ছিল তোমার মাঝে!
অহর্নিশ শুনতে পাই বৈরিতার ভয়াল আর্তি। তবে কি তুমি মিথ্যেবাদী?
নাকি মিথ্যে সেই পুরুষোচিত ভালবাসা।
চকচকে বালির মাঝে হৃদয়ের প্রতিফলন ঘটানোর
ব্যর্থ প্রতীক্ষা ছিল, সবটাই সময়ের অনাকাক্সিক্ষত অপচেষ্টা মাত্র।
কাজল আঁকা চোখে ঝরাবৃষ্টির প্রতিফলিত রশ্মি ধরা পড়ে স্বচ্ছ কাচের দেয়ালে,
ঈশান কোণে জমানো মেঘের হদিস কখনও মেলেনি।
কষ্ট লুকানো বাঁকা হাসির উজ্জ্বল মুখের
আড়ালে ছলছল ঘন অভিমানটুকু অজানাই থেকে যায়।
তবে কি ধরে নিবো সৌন্দর্যের মিথ্যে প্রকাশ ছিল তোমার মাঝে।
নাকি তার চোখে বিকৃত লেন্সের আবরণে ঢাকা পড়ে যায় অনন্ত সৌন্দর্য।
হয়ত বা পরনারীর আকৃষ্ট ঐশ্বর্যের ভাঁজে চাপা পড়ে যায় চিরচেনা সৌন্দর্য। নাকি, সৌন্দর্য কেবল দৈহিক আকর্ষণ মাত্র, মনন আত্মিক বন্ধন নয়!

 

সাকিব জামাল

বেরহম গ্রীষ্মকাল

চলছে প্রেম- তেজদ্বীপ্ত সূর্যের সাথে বাতাসের,
স্পর্শে তার ত্বক পুড়ে অন্তরের অন্দরমহলও জ্বালায় ঢের।
মেঘছায়া অভিমান করে সরে গেছে কোন সুদূরে
বৃষ্টির মায়াও কমেছে বুঝি মানুষের তরে
ভেজানোর খেলায় মাতে না মেঘবালিকা বহুক্ষণ !
বেরহম গ্রীষ্মকাল। অস্থির মানুষজন।
ঐতিহ্যমাখাগ্ধ দাদীর হাতপাখা হারিয়েছে বহু আগে।
তড়িৎগ্ধ ফড়িং আসে-যায় ফুড়ুৎ ফুড়ুৎ! জল ছলাৎ ছলাৎ গায় জ্বলন সুরের রাগে।
নিরূপায় হয়ে সবাই বেহাল !
চরম সংক্ষিপ্ত বসন পরে পরম শান্তির আশায়-
গরমে ভীষণ নরম হয়ে শরম তুলেছে শিকায় !
তবু থেকে যায়- বেরহম গ্রীষ্মকাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন