বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

শাহীন রেজা

বেদনা বিলাপ

কবি শাহাদাৎ বুলবুল, সপ্তম মৃত্যুবার্ষিকীতে


বিশ্বাস জানায়নি কিছু
অনন্ত তাই অভিমানে রবাসী আপন গৃহে
কবিদের ভাগ্য এমন
উড়ে যায় প্রজাপতি গন্তব্য বিমূখ
কবিতা ডালপালা পাহাড় ডিঙ্গায়
শব্দমানুষ তবু পড়ে থাকে পথে; একা
কেউ নেই, নেই কেউ
চারিদিকে সুনশান কুয়াশা পতন
এই যে একাকি রোদ
একা হাসা একা কাঁদা

 

একাতেই ডুবে থাকা আজন্ম রোদন
এই কি নিয়তি তবে
কবিদের কালগুলো এমনই কি
নিরেট আকাল?

বিশ্বাস বলেনি কিছু
অভিমানী তুমি তাই ফিরে গেছো
এভাবে যায় কি কেউ
এভাবে আলোর চিল কখনো হঠাৎ

তুমি নেই আলো নেই
কবিতার পাপড়িতে আজ শুধু
বেদনা বিলাপ।

সোহেল আমিন বাবু
আবহমান টান

বিনীদ্র রজনী নামে
শীতার্ত মাঠে,কৃষাণীর বুকে
পড়ে ঢেঁকির ধাপর
ভাপা পিঠার কোমল স্বপ্নে
নির্ঘুম রাত্রি দাপায় কৃষক।
হাপিত্যেস নেই, খুনসুটি নেই
কষ্ট-সুখের ঘর-গেরস্থালীর
রৌদ্র-ছায়ায় মায়া মন
অতি আপন-
কৃষানীর বুক জুড়ে
আবহমান টান, টানাপোড়েন
উজান গাঙে বৃষ্টি নামে
টুপুর-টাপর।


ফখরুল হাসান
ভুল ফাগুনের হ্যাঙ্গারে

ভুল ফাগুনে সেজে আছে , চার দেয়ালের প্রতিটি ইট
বসন্তের বাতাসে উড়ে বিরহের কার্বনডাই অক্সাইড
তারুণ্যদীপ্ত সবুজ প্রান্তরে জমে আছে অজস্র আগাছা ...
ফাগুনের কুঁড়িগুলো ব্যাংকের কাউন্টারে অপেক্ষারত...
বন্ধ্যানারীর নীরব যন্ত্রণায় ভারী হয়ে উঠে বসন্তের বাতাস
কৃষ্ণচূড়া বনে দুর্ভিক্ষের হাহাকার যেন বস্ত্রহীন নদী
সঙ্গমরত বেশ্যার ঠোঁটে কৃষ্ণচূড়া হয়ে ফুটে বসন্ত
তাই , বসন্তেরর নদীতে নৌকা ভর্তি হতাশার বালু
তুমিহীন বসন্ত , ভ্রাম্যমান ফুটপাতের দোকান
হিরোশিমার মতো বিধ্বস্ত বসন্তেরর দেহ
দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত কৃষ্ণচূড়া বন ...
ভুল ফাগুনের হ্যাঙ্গারে ঝুলে আছে অজস্র বসন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন