শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

দায় স্বীকার করে মেসির ক্ষমা প্রার্থনা

আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৮, ৪:৫৩ পিএম | আপডেট : ৫:১১ পিএম, ১৭ জুন, ২০১৮

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হবার পর হতাশ মেসি -ইন্টারনেট


মেসির পা জোড়ার দিকেই তাকিয়েছিল গোটা আর্জেন্টিনা। দলের আশা ভরসার সবচেয়ে বড় নাম তিনি। অথচ এমন এক ভুল করলেন, যার খেসারত দিয়েছে পুরো দল। আইসল্যান্ডের বিপক্ষে তার ওই পেনাল্টি মিসেই দুই পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। আর এই দায় পুরোটাই নিজের কাঁধে নিয়ে ক্ষমা চেয়েছেন মেসি। দিয়েছেন পেনাল্টি নেওয়ার আগের মুহূর্তের গোলমালের ব্যাখ্যাও। 

শনিবার মস্কোতে নিজেদের ইতিহাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেই আইসল্যান্ড ১-১ গোলে রুখে দেয় আর্জেন্টিনাকে। প্রথমার্ধে সের্হিও আগুয়েরোর দুর্দান্ত গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার খানিক পরই সমতা ফেরায় আইসল্যান্ড। শেষ পর্যন্ত থাকল সেই সমতাই। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মেসি গোল করতে পারলে ফলটা আর্জেন্টিনার পক্ষে আসতে পারতো। 'ডি' গ্রুপ থেকে শিরোপার দাবিদার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন শুরুতে হতাশ সমর্থকরা

ম্যাচের বয়স তখন ৬৩ মিনিট। দুদলের সমতা ১-১ গোলে। আইসল্যান্ডের ম্যাগনুসন ডি বক্সের ভেতর ফেলে দেন মেক্সিমিলিনো মেজাকে। ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বা পায়ের শটে তা থেকে গোল দিতে ব্যর্থ হন মেসি। সমর্থকদের হতাশার মাঝে ম্যাচ শেষে নিজেই নিয়েছেন দায়,  ‘আমি নিরবে রাগ ও দুঃখ নিয়ে আজ মাঠ ছেড়েছি। কারণ তিন পয়েন্ট নিতে না পারায় দায় আমার। আসলে ওই পেনাল্টিই সব পাল্টে দেয়। ওই মুহূর্তে এগিয়ে নিতে না পারার জন্য আমি অবশ্যই দায় স্বীকার করে নিচ্ছি।’ 

পেনাল্টি নেওয়ার আগে আরেকটু সময় নিলে ফল ভিন্ন হতে বলে মনে হয়েছে মেসির, ওই সময়ের অস্থিরতাই হয়েছে কাল,  ‘গোল হলে পুরো ব্যাপারটা ভিন্ন হত, স্বস্তি পেতাম। ওদের সমস্যায় ফেলা যেত। ওই সময়টায় (পেনাল্টি নেওয়ার আগে) আমি অস্থিরতা দেখিয়েছি, এটা ভুল ছিল। পেনাল্টির সুযোগ হাতছাড়া করা ভীষণ কষ্টের।’ শটের উপর ঠিকঠাক জোর দিতে না পারার আক্ষেপও ঝরছে তার কণ্ঠে,  ‘ঠিক করেছিলাম জোরেই মারব। কিন্তু শট মাঝারি উচ্চতায় গেল এবং গোলরক্ষকও ওই দিকে ঝাঁপ দিয়ে দিল।’

এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে সবশেষ সাত পেনাল্টির চারটিতে গোল করতে ব্যর্থ হলেন মেসি। তবে এসব নিয়ে এখন ভাবতে রাজি নন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। তার নজর এখন বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার দিকে, `এটা মাত্র শুরু। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। এটা বাজে একটা লড়াই ছিল। কারণ, জয় আমাদের প্রাপ্য ছিল। আমরা আইসল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম। আমাদের উন্নতি করার আছে। ক্রোয়েশিয়াকে আমাদের হারাতে হবে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন