ম্যাচের বয়স তখন ৬৩ মিনিট। দুদলের সমতা ১-১ গোলে। আইসল্যান্ডের ম্যাগনুসন ডি বক্সের ভেতর ফেলে দেন মেক্সিমিলিনো মেজাকে। ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বা পায়ের শটে তা থেকে গোল দিতে ব্যর্থ হন মেসি। সমর্থকদের হতাশার মাঝে ম্যাচ শেষে নিজেই নিয়েছেন দায়, ‘আমি নিরবে রাগ ও দুঃখ নিয়ে আজ মাঠ ছেড়েছি। কারণ তিন পয়েন্ট নিতে না পারায় দায় আমার। আসলে ওই পেনাল্টিই সব পাল্টে দেয়। ওই মুহূর্তে এগিয়ে নিতে না পারার জন্য আমি অবশ্যই দায় স্বীকার করে নিচ্ছি।’
পেনাল্টি নেওয়ার আগে আরেকটু সময় নিলে ফল ভিন্ন হতে বলে মনে হয়েছে মেসির, ওই সময়ের অস্থিরতাই হয়েছে কাল, ‘গোল হলে পুরো ব্যাপারটা ভিন্ন হত, স্বস্তি পেতাম। ওদের সমস্যায় ফেলা যেত। ওই সময়টায় (পেনাল্টি নেওয়ার আগে) আমি অস্থিরতা দেখিয়েছি, এটা ভুল ছিল। পেনাল্টির সুযোগ হাতছাড়া করা ভীষণ কষ্টের।’ শটের উপর ঠিকঠাক জোর দিতে না পারার আক্ষেপও ঝরছে তার কণ্ঠে, ‘ঠিক করেছিলাম জোরেই মারব। কিন্তু শট মাঝারি উচ্চতায় গেল এবং গোলরক্ষকও ওই দিকে ঝাঁপ দিয়ে দিল।’
এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে সবশেষ সাত পেনাল্টির চারটিতে গোল করতে ব্যর্থ হলেন মেসি। তবে এসব নিয়ে এখন ভাবতে রাজি নন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। তার নজর এখন বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার দিকে, `এটা মাত্র শুরু। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। এটা বাজে একটা লড়াই ছিল। কারণ, জয় আমাদের প্রাপ্য ছিল। আমরা আইসল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম। আমাদের উন্নতি করার আছে। ক্রোয়েশিয়াকে আমাদের হারাতে হবে।'
মন্তব্য করুন