৭০ মিনিটে আবার এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিলেন কুতিনিয়ো, এবার তুলনামূলক সহজটাই কাজে লাগাতে পারেননি। মাত্র কয়েক গজ দূর থেকে তাঁর নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে। ৮২ মিনিটে মাঠে নামার খানিক পরেই সুযোগ পেয়ে গিয়েছিলেন ফিরমিনো, কিন্তু তাঁর ডান পায়ের শট একটুর জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে।
৮৮ মিনিটে নিজের একমাত্র সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তাঁর হেড সরাসরি জমা পরে সুইস গোলরক্ষকের হাতে। ৯০ মিনিটে নেইমার এবার উৎস, তাঁর ফ্রিকিক থেকে হেড করেছিলেন ফিরমিনো। কিন্তু এবার ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছেন সমার। এক মিনিট পর মিরানডার শট অল্পের জন্য চলে যায় বাইরে। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করেছিল ব্রাজিল, কিন্তু সুইস রক্ষণের কাছে ভেস্তে গেছে সবকিছু। দুর্দান্ত খেলেই এক পয়েন্ট পেয়েছে সুইসরা। ১৯৭৮ সালের আসরের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারাল ব্রাজিল।
১৯৫০ সালের পর বিশ্বকাপে আবার দেখা ব্রাজিল-সুইজারল্যান্ডের। সেবারও কেউ জয় পায়নি। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।
ব্রাজিলের মতো সোনায় মোড়ানো সাফল্য আর আছে কার? পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। একমাত্র দল হিসেবে খেলেছে প্রতিটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপেও দলে আছে এক ঝাঁক তারকা। এবারও দারুণ ফেভারিট ছিল দলটি। তবে অনেক দিন থেকেই দলের মূল শক্তি নেইমারের নিষ্প্রভতা দেয়নি ভালো কিছুর আলামত।
২০১৪ আসরে দেশের মাটিতে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ উড়ে গিয়েছিল ব্রাজিল। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল টুর্নামেন্টের সফলতম দলটি।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলবে ব্রাজিল। একই দিন সার্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন