শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

জয়ে শুরু সুইডিশদের বিশ্বকাপ মিশন

দ.কোরিয়া ০ - ১ সুইডেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৮, ৮:০৫ পিএম

জয়সূচক একমাত্র গোলের পর সুইডিশ শিবিরে উল্লাস -ইন্টারনেট


রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল র‌্যাংকিংয়ের ২৪ নম্বর দল সুইডেন এবং ৫৭ নম্বর দল দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এফ’ থেকে এর আগে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং মেক্সিকো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে মেক্সিকানরা। ফলে, সুইডেন-দ. কোরিয়ার সুযোগ ছিল নিজেদের পয়েন্ট টেবিল পোক্ত করার। নিঝনি নভগোগ্রাদে আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডিশরা। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর পেনাল্টি থেকে সুইডেনের একমাত্র গোলটি করেন গ্রানকভিসত।

ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টির আবেদন উঠলেও রেফারি খেলা চালিয়ে যান। পরে ভিডিও রেফারিং প্রযুক্তির সহয়তায় পেনাল্টি লাভ করে সুইডেন। ৩৩ বছর বয়সী সুইডিশ ডিফেন্ডার গ্রানকভিসত পেনাল্টি শট থেকে গোল করেন (১-০)।

২০০২ সালে নাইজেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন হেনরিক লারসন, এরপর আর কোনো সুইডিশ বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি। গ্রানকভিসত সেটি করে দেখালেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখেছিল সুইডেন আর বাকি ৪৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল কোরিয়ানরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন