শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

প্রথম লাল কার্ড সানচেজের

কলম্বিয়া-জাপান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ৭:১১ পিএম

রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন কলম্বিয়ার সানচেজ -মেইলঅনলাইন


রাশিয়া বিশ্বকাপে প্রথম লালকার্ড পেলেন কলম্বিয়ান ডিফেন্ডার কার্লস সানচেজ। গতকাল রাশিয়ার সারানস্কতে অনুষ্ঠিত জাপান ও কলম্বিয়ার মধ্যকার ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে তিনি এই লালকার্ড পান। ম্যাচের তিন মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের ভেতর জাপানের শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাঁজান এবং সানচেজকে সরাসরি লালকার্ড দেখান। পেনাল্টির স্পট কিক থেকে কাগাওয়া গোল করলে ১-০ তে এগিয়ে যায় জাপান।


বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সময়ে লালকার্ড পাওয়ার রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে উরুগুয়ের বাতিস্তা ম্যাচ শুরুর মাত্র ৫১ সেকেন্ড সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন।


এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করায় বেড়েছে পেনাল্টিতে গোলের সংখ্যা। অন্যদিকে গোল লাইন প্রযুক্তিতো রয়েছেই। তাই মাঠে ফাউল হলেও রেফারিরা হলুদ কার্ড ছাড়া লালকার্ড দেখানোর সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে সেই সুযোগ আসলো। সানচেজকে দেখানো হলো লালকার্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন