শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

পুতিনের অমন্ত্রণে বিশ্বকাপে ব্লাটার

রাশিয়া বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ৫:১০ পিএম | আপডেট : ৫:১২ পিএম, ২০ জুন, ২০১৮

পুতিনের সঙ্গে ব্লাটার -ফাইলফোট


চলমান বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে রাশিয়ায় গেলেন ছয় বছরের জন্য নির্বাসিত ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ব্লাটারের মুখপাত্র জানিয়েছেন, ‘শুক্রবার ব্রাজিল-কোস্টা রিকা ম্যাচ ছাড়াও আরও একটি ম্যাচ দেখবেন তিনি।’

শুধুমাত্র ম্যাচই দেখবেন না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌজন্য সাক্ষাতও করবেন ব্লাটার।
১৯৯৮ থেকে ২০১৫, অর্থাৎ ১৭ বছর ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কিন্তু, মিশেল প্লাতিনিকে ১ দশমিক ৮ মিলিয়ন ইউরো দেওয়ার কারনে দুর্নীতির অভিযোগ উঠে তার বিরূদ্ধে। অভিযোগ প্রমানিত হওয়ায় ছয় বছরের জন্য নির্বাসিত ব্লাটার।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাসিত করা হয় ব্লাটারকে। শুধুমাত্র নির্বাসিতই নন, ফুটবল সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নিতে না পারার নিষেধাজ্ঞা রয়েছে তার।
তবে এসব নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ঠিকই রাশিয়া বিশ্বকাপের ম্যাচ দেখতে এসেছেন ৮২ বছর বয়সী ব্লাটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন