মস্কোয় ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেল ইউরো চ্যাম্পিয়নরা। দুই দলের একমাত্র দেখায় ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ৩-১ গোলে জিতেছিল মরক্কো। বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের কাছে নিজেদের একমাত্র হারের প্রতিশোধ নিয়ে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করে দিল পর্তুগাল।
লুজনিকি স্টেডিয়ামে বুধবার ম্যাচের চতুর্থ মিনিটে জোয়াও মৌতিনিয়োর ক্রসে একটু নিচু হয়ে চমৎকার হেডে বল জালে পাঠান রোনালদো। এরপর অনেক সুযোগ তৈরি হলেও কাচে লাগাতে পারেনি দু’দলের কেউই।
এবারের আসরে এটি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চতুর্থ গোল। রাশিয়ার দেনিস চেরিশেভকে (৩) পেছনে ফেলে এককভাবে উঠে এলেন এবারের আসরের গোলদাতাদের তালিকার শীর্ষে।
মন্তব্য করুন