আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহের আগুন। যে আগুন শেষ হলে দলটিতে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। ক্রোয়েশিয়ার কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা আর্জেন্টিনার। মড্রিচ-রাকিটিচদের কাছে হারের পরেই নীল-সাদা জার্সিধারী শিবিরে হোর্হে সাম্পাওলি ফুটবলারদের বিদ্রোহের মুখে পড়েছেন বলে খবর।
এর মধ্যেই আরও একটা খবর বের হয়েছে আর্জেন্টিনা শিবির থেকে। যে খবরে মন ভাঙতে পারে আর্জেন্টাইন সমর্থকদের। বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবি ঘটলেই একাধিক তারকা অবসর নেবেন। লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরলেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। শুধু মেসি নন, দলের বাকি সিনিয়র খেলোয়াড় আগুয়েরো, ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়া মাচেরানো এবং সম্ভবত গঞ্জালো হিগুয়েইনও অবসর নিয়ে ফেলবেন। তারকা ফুটবলাররা সরে দাঁড়ালে আর্জেন্টিনার ফুটবল দুনিয়ায় নেমে আসতে পারে অন্ধকার।
মেসি-সহ বাকি তারকাদের পরে সেভাবে আর তারকা উঠে আসেননি আর্জেন্টাইন ফুটবলে। তারকাদের এই অভাব পূরণ করা সহজ হবে না আর্জেন্টিনার পক্ষে, তা হলফ করে বলাই যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন