বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

পেনাল্টির বিশ্বকাপ!

২৮ ম্যাচে ১৪টি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১২:৪৯ এএম

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ লিওনেল মেসি -ইন্টারনেট


প্রথমবারের মতো বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। এবারের বিশ্বকাপে পেনাল্টির ঘটনাও ঘটছে নিয়মিতই।

শনিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেক্সিকোর কার্লোস ভেলার পেনাল্টিসহ এবারের আসরে এখন পর্যন্ত ২৮ ম্যাচে পেনাল্টির সংখ্যা হলো ১৪টি, যা ২০১৪ সালে হওয়া গোটা ব্রাজিল বিশ্বকাপের চেয়েও একটি বেশি!

১৪ পেনাল্টির মধ্যে গোল হয়েছে ১১টি। বাকি ৩টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি খেলোয়াড়রা। সেই তিন খেলোয়াড় হলেন- আর্জেন্টিনার লিওনেল মেসি, পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা ও আইসল্যান্ডের গিলফি সিগুর্ডসন।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পেনাল্টি দেখা গেছে ২০০২ সালে। দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে আয়োজিত সেই বিশ্বকাপে ৬৪ ম্যাচে পেনাল্টি হয়েছিল মোট ১৮টি।

রাশিয়া বিশ্বকাপের এখনো অর্ধেক পার হয়নি! ২৮ ম্যাচেই পেনাল্টি হলো ১৪টি। মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের পরও টুর্নামেন্টের ৩৬ ম্যাচ বাকি। বিশ্বকাপের ২১তম আসর যে পেনাল্টির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে, তা বলাই যায়!



এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের পেনাল্টিগুলো:

খেলোয়াড়

দল

প্রতিপক্ষ

 

গোল/মিস

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল

স্পেন

 

গোল

আঁতোয়ান গ্রিজমান

ফ্রান্স

অস্ট্রেলিয়া

ভিএআর রিভিউ

গোল

মাইকেল জেডিনাক

অস্ট্রেলিয়া

ফ্রান্স

 

গোল

লিওনেল মেসি

আর্জেন্টিনা

আইসল্যান্ড

 

মিস

ক্রিস্টিয়ান কুয়েভা

পেরু

ডেনমার্ক

ভিএআর রিভিউ

মিস

লুকা মডরিচ

ক্রোয়েশিয়া

নাইজেরিয়া

 

গোল

আন্দেস গ্রানকভিস্ট

সুইডেন

দক্ষিণ কোরিয়া

ভিএআর রিভিউ

গোল

ফেরজানি সাসি

তিউনিসিয়া

ইংল্যান্ড

 

গোল

শিনজি কাগওয়া

জাপান

কলম্বিয়া

 

গোল

মোহাম্মদ সালাহ

মিসর

রাশিয়া

 

গোল

মাইকেল জেডিনাক

অস্ট্রেলিয়া

ডেনমার্ক

ভিএআর রিভিউ

গোল

গিলফি সিগুর্ডসন

আইসল্যান্ড

নাইজেরিয়া

ভিএআর রিভিউ

মিস

এডেন হ্যাজার্ড

বেলজিয়াম

তিউনিসিয়া

ভিএআর রিভিউ

গোল

কার্লোস ভেলা

মেক্সিকো

দক্ষিণ কোরিয়া

 

গোল

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন