হেরে গেলেই বিশ্বকাপ থেকে বিদায়, ড্র করলেও নিজেদের হাতে থাকবে না ভাগ্য। এমন পরিস্থিতিতে সুইডেনের সঙ্গে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিলো জার্মানির। অবশেষে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানি। বিরতির পর মার্কো রয়েস আর টনি ক্রুসের গোলে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২-১ গোলের এই জয়ে জার্মানি ঘুরে দাঁড়িয়ে পেল তিন পয়েন্ট। গ্রুপে সুইডেনেরও এখন তিন পয়েন্ট। শেষ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ কোরিয়া, আর ৬ পয়েন্ট নিয়ে মেক্সিকো খেলবে সুইডেনের সঙ্গে।
সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচের শুরুতেই জার্মানি পেয়ে যায় গোলের সুযোগ। কিন্তু কয়েক হাত দূর থেকে ড্রাক্সলারের শট ঠেকিয়ে দিয়েছেন সুইস ডিফেন্ডার গ্রাঙ্কভিস্ট। খানিক পরেই ডান দিক থেকে মার্কো রয়েসের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন সুইডিশ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ।
১৩ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মার্কাস বার্গ। দারুণ একটা থ্রু বল পেয়ে ঢুকে পড়েছিলেন বক্সের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ম্যানুয়েল নয়্যার ঠেকিয়ে দিয়েছেন তাঁর শট। যদিও বার্গ দাবি করেছিলেন, বোয়েটাং তাঁকে ফাউল করেছেন। তবে রেফারি পেনাল্টি দেননি। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিল সুইডেন, কিন্তু নয়্যার সেভ করে বাঁচিয়ে দিয়েছেন দলকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন