শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচে দৃষ্টি আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ২:৫৪ পিএম

আজ বিশ্বকাপের ডি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর বাকি তিন দলেরই এখনও সুযোগ রয়েছে নক আউট পর্বে যাওয়ার।

তবে এনিয়ে রয়েছে নানা হিসেব-নিকেশ। আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করতে হলে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই।

শুধু জিতলেই তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে।

বিবিসির ক্রীড়া সাংবাদিক ক্রিস বেভান মনে করেন ক্রোয়েশিয়ার সাথে হতাশাজনক খেলার পরেও ডি গ্রুপ থেকে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে।

"আর্জেন্টিনার খেলোয়াড়রা বৈঠক করেছে এবং ম্যানেজার হোর্হে সাম্পোলিকে বরখাস্তের দাবি করেছেন। এতে আমি অবাক হয়নি। দলের মধ্যে কিছু একটা ঘটছে। এর ফলে লিওনেল মেসি এবং সার্জিও অ্যাগুয়েরোর কাছ থেকে ভালো কিছু আসবে," বলছিলেন ক্রিস বেভান।

মি: বেভান মনে করেন আর্জেন্টিনা জয়লাভ করবে। কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট হবে কী-না।

নাইজেরিয়ার ভাগ্য তাদের হাতে রয়েছে। তারা জানে শুধু একটি পয়েন্ট হলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে নাইজেরিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন