পরবর্তী সময়ে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে, সিদ্ধান্ত থেকে সরে এসে জাকা-শাকিরিকে ১০ হাজার ডলার করে জরিমানা ধার্য করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সুখবর হলো, জরিমানার টাকাও দিতে হচ্ছে না জাকা-শাকিরিকে। তাদের হয়ে জরিমানা পরিশোধ করছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী।
জাকা-শাকিরির জরিমানার অর্থ জোগারের জন্য ‘ডোন্ট বি এফ্রেড অব দ্য ঈগল’ নামের একটি অ্যাকাউন্ট খুলেছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামি। একই সঙ্গে সকল আলবেনিয়ানদের আহ্বান জানিয়েছেন, প্রতীকী রূপে হলেও জাকা-শাকিরির জরিমানা পরিশোধে সহায়তা করতে।
এডি রামি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজ থেকে একটি পোস্টে লিখেন, ‘ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে, এই দুই খেলোয়াড়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য, যারা লাখ লাখ আলবেনিয়ানদের মুখে হাসি ফুটিয়েছে।’
জাকা ও শাকিরি উভয়ই কাসাভোর আলবেনিয়া জাতিগোষ্ঠী বংশদ্ভুত। পরবর্তী সময়ে তারা অভিবাসী হিসেবে সুইজারল্যান্ডে পাড়ি জমায়। কাসাভো একসময় সার্বিয়ার প্রদেশ ছিল। কাসাভোর ওপর অনেক অত্যাচার ও গণহত্যা চালিয়েছিল সার্বিয়া। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ন্যাটোর সামরিক মধ্যস্থতায় সেই অবস্থার সমাপ্তি ঘটে। সেই গণহত্যার প্রতিবাদ হিসেবেই আলবেনিয়ার পতাকায় থাকা ‘ডাবল ঈগল’-এর মতো করে উদযাপন করেন জাকা-শাকিরি।
মন্তব্য করুন