জার্মানি যখন এমন কঠিন সময়ের মুখোমুখি, ঠিক সে সময়েই করুণ রসিকতা করে বসলো আইরিশ এয়ারলাইন্স সংস্থা রায়ানএয়ার! ম্যানেজার জোয়াকিম লো আর তার শিষ্যদের বাড়ি ফিরতে রায়ানএয়ার ‘লো ফেয়ার’ অর্থ্যাৎ কম ভাড়ার কথা জানালো!
এয়ারলাইন্সটি তাদের অফিসিয়াল টুইটারে এক বার্তা পোস্ট করেছে, ‘মেকিং অ্যান আনএক্সপেক্টটেড এক্সিট? উই হ্যাভ লো ফেরায়স অন রায়ানএয়ার ডট.কম’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছে রাশিয়া বিশ্বকাপ আর জার্মানির। রসিকতার কমতি রাখেনি এয়ারলাইন্স সংস্থাটি, পোস্টে দুষ্টুমির ইমোও জুড়ে দিয়েছে তারা।
এমন সপ্রতিভ রসিকতা কি কোচ জোয়াকিম লো’কে ইঙ্গিত করে নয়? নয়তো ‘লো ফেয়ার’ কথাটা আসবে কেন?
১৯৩৮ সালের ফুটবল বিশ্বকাপের পর ২০১৮ বিশ্বকাপে ফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো জার্মানদের।
মন্তব্য করুন