শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

জার্মান দলকে সস্তায় বাড়ি নেবে রায়ানএয়ার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৫:৩৫ পিএম

বিদায় ঘণ্টা বেজেছে জার্মানির। গত আসরের বিশ্বচ্যাম্পিয়নদের ২০১৮-তে গ্রুপপর্ব থেকেই ফিরতে হচ্ছে। ‘এফ’ গ্রুপের জটিল সমীকরণ জার্মানদের পক্ষে থাকলো না। ফলে ৮০ বছর পর ফের গ্রুপ পর্বে বিদায় নিতে হলো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি দলটিকে।

জার্মানি যখন এমন কঠিন সময়ের মুখোমুখি, ঠিক সে সময়েই করুণ রসিকতা করে বসলো আইরিশ এয়ারলাইন্স সংস্থা রায়ানএয়ার! ম্যানেজার জোয়াকিম লো আর তার শিষ্যদের বাড়ি ফিরতে রায়ানএয়ার ‘লো ফেয়ার’ অর্থ্যাৎ কম ভাড়ার কথা জানালো!

এয়ারলাইন্সটি তাদের অফিসিয়াল টুইটারে এক বার্তা পোস্ট করেছে, ‘মেকিং অ্যান আনএক্সপেক্টটেড এক্সিট? উই হ্যাভ লো ফেরায়স অন রায়ানএয়ার ডট.কম’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছে রাশিয়া বিশ্বকাপ আর জার্মানির। রসিকতার কমতি রাখেনি এয়ারলাইন্স সংস্থাটি, পোস্টে দুষ্টুমির ইমোও জুড়ে দিয়েছে তারা। 

এমন সপ্রতিভ রসিকতা কি কোচ জোয়াকিম লো’কে ইঙ্গিত করে নয়? নয়তো ‘লো ফেয়ার’ কথাটা আসবে কেন? 

১৯৩৮ সালের ফুটবল বিশ্বকাপের পর ২০১৮ বিশ্বকাপে ফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো জার্মানদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন