বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ চাই

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বর্তমানে বিভিন্ন শিক্ষাঙ্গনে একদিকে চলছে রাজনৈতিক ক্ষমতার দোহাই দিয়ে কিছু অসাধু শিক্ষার্থীর অসামাজিক, সহিংস কর্মকাÐ; অন্যদিকে চলছে ধূমপান, মদ্যপানের ধুমধাম আসর। পার্কের মতো অশালীন পরিবেশ লক্ষ্য করা যায় আজকাল অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ে। কেউবা শ্রেণিকক্ষ বা কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের আড়ালে নেশায় ব্যস্ত সময় পার করছে। তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষক-ছাত্রদের মধ্যে হচ্ছে বাকবিতÐা ও মারামারি। রাজনৈতিক ক্ষমতাকে প্রাধান্য দিয়ে অনেক শিক্ষার্থী রাজনৈতিক দলের স্বার্থ উদ্ধারে অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মসূচি পালন করছে। ছাত্রী উত্ত্যক্তের দায়ে শিক্ষকদের ওপর স্কুল-কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষাঙ্গন উত্তপ্ত। দাবি না মানা হলে পরীক্ষা বর্জন কর্মসূচি। এমতাবস্থায় শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাইফুর রহমান মুন্না
মোরেলগঞ্জ, বাগেরহাট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন