দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির, কয়লা দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) কাজি শফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে। গত রোববার থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত তারা খনি পরিদর্শন ও কাগজপত্র যাছাই করে ও সন্দেহজনক কাগজপত্র জব্দ করেন।
দুদক পরিচালক কাজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়লা দুর্নীতির মামলা তদন্তের কারণে তিনি খনির বিভিন্ন দিক পরিদর্শন করেছেন, কাগজপত্র যাছাই করেছেন, যে সব কাগজ প্রয়োজন মনে হয়েছে সেগুলো জব্দ করেছেন। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলনকৃত কয়লার মধ্যে এক লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও হয়েছে। খনিতে কয়লা না থাকায় বন্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ-বিদুৎকেন্দ্র। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও পেট্রোবাংলার পৃথক দুটি মামলা হয়েছে, একই ঘটনায় খনির এমডি সচিবসহ ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলাটি দুদক তদন্ত করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন