রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানগর

জঙ্গি সন্দেহে বনানী থেকে যুবক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ২:২২ এএম

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানী কবরস্থান এলাকা থকে সালমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে তাকে আটক করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পরে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, আটক সালমানের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার ডোবাতলা গ্রামে। তার বাবার নাম লিয়াকত আলী সর্দার।
বনানী থানার ওসি বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বনানী কবরস্থান এলাকায় সন্দেহজনকভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তাকে আটক করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দার সংস্থার সদস্যরা। প্রাথমিকভাবে তাকে জঙ্গি বলে মনে হয়েছিলো। তবে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়নি। আমরা আরো জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন