শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৭ এএম

শেখ মুজিব
মোহাম্মদ অংকন

লক্ষ্য চিৎকারের মাঝে শোনা যায় মুজিবের ধ্বনি
সেই মুজিবের কথা আমরা বিশ্ববাসী সবাই জানি।
তার কথা ভাই বলতে গেলে কাটবে দিন ও রাত
এই মুজিবের আত্মত্যাগে আমরা পেয়েছি প্রভাত।
মুজিব ছিলেন মহান নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বীর
তাঁর একটি ভাষণে মুক্তি এসেছে বাঙালী জাতির।
এদেশের মুক্তির কথা তাঁর আগে কেউ ভাবে নাই
মুখে বললেও তাঁর মত কেউ সশরীরে লাগে নাই।
মুজিব সবার গর্ব, মুজিব সবার আশা ও প্রাপ্তি
তার শ্রেষ্ঠ ভাষণ শুনে আমরা পাই নিদারুণ তৃপ্তি।
এমন মানুষ মরতে পারে না, তিনিতো চির অমর
তার স্বপ্ন দেখা বাংলাদেশে হয় এখন শান্তির ভোর।

নোনা সাগরের বান
খোদেজা মাহবুব আরা

প্রকৃতির মৌনতায় মুখর হল
হৃদয় গহীনের তোলপাড়
অগ্নি বর্ষায় পুনর্বার সৃজিত হল
কন্টক বৃক্ষের অন্ধকার পাহাড়।
সুখ আনন্দহীন জীবন যাত্রায়
পলাতক মুগ্ধ সুরের গান
হৃদয়পিন্ডে অস্থির এক কম্পন
দুচোখে নোনা সাগরের বান।

এই শ্রাবণে
শাহিদ উল ইসলাম

জানলে কি আর এই শ্রাবণে বাহিরে দিতাম পা
বৃষ্টি আমায় ছুঁয়ে দিলো ভিজিয়ে দিলো গা।
ক্যামনে আমি ঘর›কে ফিরি গাল দিবে যে মা
বৃষ্টি মাথায় ঘরের বাহির আর তো যাবো না।
কিন্তু আমার মন যে নাচে বৃষ্টির তালে তালে
বৃষ্টি আমায় দিক ভিজিয়ে বৃষ্টির বেড়াজালে।
যাক ভিজে যাক বই খাতা সব বৃষ্টির জলে নেয়ে
এই শ্রাবণে বৃষ্টি নামুক আসুক বৃষ্টি ধেয়ে।
পড়তে আমার ভাললাগেনা পাহার সমান বই
বৃষ্টির জলে খেলবো শুধু বৃষ্টি আমার সই।
তাহার জলে ভিজে ভিজে তাহার কথা বলি
তাকে মাথায় নিয়েই আমি গাঁয়ের পথে চলি।
এই কথাটি বললে মাকে তোমার সাথে আড়ি
বৃষ্টির জলে ভিজবো আমি আর যাবো না বাড়ী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন