কুমিল্লার তিতাস উপজেলায় হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদেরকে হয়রানি করতে পরিত্যাক্ত ঘরে অগ্নিসংযোগ করেছে আসাফম পক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি গ্রামের মৃত ফুল মিয়া সরকারের বাড়ীতে। এ ঘটনায় ফারুক মিয়া বাদী হয়ে হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদেরকে আসামী করে তিতাস থানায় একটি মামলা করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায় একই গ্রামের আপন চাচাতো-জেটাতো ভাই আসলাম সরকার ও শফিক সরকারদের মধ্যে ২০১৩ সালে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষ এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এবং একাধিক মামলাও হয়। ওই ঘটনার জের ধরে একই বছর ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে নয়নকে দিনেদুপুরে এলোপাতারী কুপিয়ে হত্যা করে শফিকগং। এ ঘটনায় আসলাম সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা করে। তারই ধারাবাহিকতায় হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে গ্রামবাসী ধারনা করেছে। এদিকে অগ্নিসংযোগ মামলার বাদী ফারুক সরকারের বড় ভাই শফিক জানান পূর্ব শত্রæতার জের ধরে আসলাম, ফরিদগং আমাদের ঘরে আগুন লাগিয়েছে। অপর দিকে হত্যা মামলার বাদী আসলাম সরকারের ছোট ভাই ফরিদ সরকার বলেন আমাদেরকে হয়রানি করতে তারা নিজেরাই আগুন লাগিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে এবং ঘটনার দিন আমরা কেউ বাড়ীতে ছিলাম না। আমরা সবাই পরিবার নিয়ে ঢাকা ইসলামপুর থাকি। এলাকাবাসীর দাবি প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের চিহৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তিতাস থানা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের বলেন ফারুক সরকার বাদী হয়ে একটি মামলা করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন