শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উল্লাপাড়ায় মুক্তিপণের দাবিতে মাছ ব্যবসায়ী অপহৃত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপনের দাবিতে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। সোমবার রাতে লাহিড়ীমোহনপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত মাছ ব্যবসায়ী উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম। অপহরণের ২০ ঘন্টা পরেও সন্ধান মিলছে না ওই মাছ ব্যবসায়ীর। জাহিদুলের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে জাহিদুল মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বড়াল সেতু যাওয়ার জন্য লাহিড়ীমোহনপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। রাত আটটার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখে বাড়ির লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে জাহিদুলের মুঠোফোন থেকে তার মুক্তির জন্য পরিবারের সদস্যদের নিকট মুক্তিপণ দাবি করে ফোন করে অপহরণকারীরা। এরপর থেকেই তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর থেকেই অপহৃত পরিবার চরম উৎকন্ঠায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন