পরপর দুই সপ্তাহে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার, তিনি বলিউডের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন। এরপরও তাপসী পান্নু মনে হয় মানুষ তাকে তেমন চেনে না। ‘পিঙ্ক’ আর ‘মুল্ক’ ফিল্ম দুটি দিয়ে তার বলিউডে এরই মধ্যে অবস্থান তৈরি হয়েছে। আর গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মানমার্জিয়াঁ’। শেষ ফিল্মটিও গড়ের চেয়ে ভাল চলছে। ৩১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “আমার মনে হয় না আমার ক্যারিয়ারে আমি সেই পর্যায়ে আছি যখন বছরে একটি বা দুটি ফিল্ম মুক্তি পেলেই যথেষ্ট। সব চলচ্চিত্র দর্শকরা আমাকে চেনার আগে পর্যন্ত আমি বছরে একাধিক ফিল্মে কাজ চালিয়ে যাব। আমার এখনও মনে হয় দর্শকরা আমাকে চেনে না।” তিনি জানান যখন তার ভক্ত দর্শক সৃষ্টি হয়ে যাবে তখনই তিনি বেছে বেছে ফিল্ম নেবেন। তিনি বলেন, “আমি ‘পিঙ্ক’-এর পর কোনও অফারকে না বলার অবস্থায় ছিলাম না। আমার কোনও সিদ্ধান্ত নিয়ে কোনও অনুশোচনা নেই। যদি ভুল করেও থাকি তা থেকেও আমি শিখেছি। ” তাপসী জানিয়েছেন তার আশা তিনি তার প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন হবেন। তিনি বলেন,” আমার প্রত্যাশা তারকা হওয়া, তার মানে এই নয় যে আমি কম ফিল্মে অভিনয় করব। আমার পারফর্মেন্স বজায় রেখে আমি তারকা হতে চাই। যখন দর্শকরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমার ফিল্ম দেখবে সেদিনই বুঝব আমি তারকা হয়েছি।’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন