তাপসী পান্নু বলেছেন প্রীতি জিন্তার সঙ্গে তার মিল তাকে বলিউডে জায়গা করে দিয়েছে। ডেভিড ধাওয়ান পরিচালিত ‘চাশমে বাদ্দুর’ দিয়ে ২০১৩তে তার বলিউডে অভিষেক হয়েছিল।তার আগে তিনি ২০১০ সালের তেলুগু ফিল্ম ‘ঝুম্মান্ডি নাদাম’-এ অভিনয় করেছেন। তার অভিনয়ে ২০১১’র তামিল ফিল্ম ‘আডুকালাম’ ছয়টি জাতীয় পুরস্কার জয় করে। “কোনও অডিশন ছাড়াই আমি ‘চাশমে বাদ্দুর’ ফিল্মের জন্য নির্বাচিত হয়েছিলাম। স্রষ্টাকে ধন্যবাদ আমাকে অডিশন দিতে হয়নি। আমি আনুষ্ঠানিকভাবে অভিনয় শিখিনি সেটেই প্রশিক্ষণ পেয়েছি। আমি খুব খারাপভাবে অকৃতকার্য হতাম। আমাকে সবাই জানত প্রীতি জিন্তার সঙ্গে মিলের জন্য, এই জন্যই আমি বলিউডে সুযোগ পেয়েছিলাম,” তাপসী বলেন। তাপসী আরও বলেন সুযোগ পাবার জন্য তাকে খাটতে হলে এতদিন তিনি। তার চরিত্র বাছাইয়ে নতুন ধারা সম্পর্কে তিনি বলেন, “এখন দর্শকরা চায় আমার ফিল্ম যাতে আকর্ষণীয় হয় আর তাদের সময় মূল্য পায়। এখন আমি আর বছরে চারটি ফিল্ম করে একই আবহ সৃষ্টি করতে পারি না। তবে নারী শিল্পী বলে বছরে একটা ফিল্ম করব তাও হয় না। হলে মন্দ হত না। একটি চরিত্রে জন্য জীবন বদলে ফেলব তাও হয় না। দর্শকরা চরিত্র দেখে আমাকে যাতে চিনতে পারে তা গুরুত্বপূর্ণ।” গত মাসে তাপসী ক্রিকেটার মিঠালি রাজের বায়োপিক ‘মিঠু’র কাজ শুরু করেছেন। এছাড়া তিনি ‘দো বারা’ এবং ‘রেশমি রকেট’এর কাজ শেষ করেছেন। অক্টোবরে তার ‘লুপ লাপেটা’ মুক্তি পাবে এবং ‘হাসিন দিলরুবা’র প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন