স¤প্রতি গুজব রটে তাপসী পান্নু একটি নতুন জীবনী চলচ্চিত্রে সাহিত্যিক অমৃতা প্রীতমের ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রীটি এমন গুজব, তথ্য অস্বীকার করেছেন। গত সপ্তাহে তাপসীর একটি সোশাল মিডিয়া পোস্টে কিংবদন্তীতুল্য লেখিকা-কবি অমৃতা প্রীতমের উল্লেখ দেখে সংবাদ মাধ্যমের অনেকে অনুমান করে নেয় তিনি অনুভব সিনহার ‘থাপ্পাড়’ চলচ্চিত্রে তার ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রীর নিজের ভাষ্যে তা বাস্তবে অসত্য বলে প্রমাণিত হল। অভিনেত্রীটি বলেন : “দুঃখজনক হলেও সত্য অধিকাংশ মানুষ আমার টুইটার পোস্ট দক্ষভাবে উপলব্ধি করেনি। তাদের কথা কয়েকদিন আগে আমার অমৃতা প্রীতমকে নিয়ে প্রকাশিত পোস্টের সঙ্গে সম্পর্কিতও নয়। দুঃখজনক যে তা আমাকে আবার ব্যাখ্যা করে বলতে হচ্ছে।” তাপসী স¤প্রতি গুজরাটি এক দৌড়বিদের ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি জানান অমৃতা প্রীতমের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেলে তিনি তার সরাসরি স্বীকার করতেন। “আমি এমন অসাধারণ একজন মানুষের ভূমিকায় অভিনয়ের আগে তা রহস্য মিশিয়ে সবাইকে জানাব এমন কথা মনে করা দুঃখজনক। আসল সত্য হল, অনুভব সিনহার ‘থাপ্পাড়’ ফিল্মে আমার চরিত্রটির নাম অমৃতা, নামে নামে মিল আছে বলে আমি অমৃতা প্রীতমের একটি উক্তি উদ্ধৃতি করেছিলাম যার সঙ্গে অনুভব স্যারের ফিল্মের অমৃতার জীবনের কিছু মিল আছে,” তাপসী বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন