রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

আলম মাহবুব-এর কবিতা

বিরহের পদাবলি

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

ইদানিং

ইদানিং রাস্তায় কিছু কিছু শব্দ পাই
ভিখারির মতো কুড়াই সেসব
একটি শব্দ শ্লোগান হয়
একটি শব্দ কঙ্কালের মিছিল
একটি শব্দ আলোর খুশি
একটি শব্দ কবিতার স্তবক
উষ্ণতা পাই শরীরে
কোথাওবা সবুজ পায় জীবনের স্পর্শ
আবার ফিরে তাকাই - দেখি
শব্দগুলো সব চকচকে যেন সিকি আধুলি।

ঘর নেই বসতি নেই

ঘর নেই বসতি নেই
নিপাট আকাশে কলিংবেল
একটি দু› টি উড়ো চিঠি ভৈরবী ইথারে
আণবিক সওদা নিয়ে ব্যস্ত ফেরিওলা
এপাড়া ওপাড়ায় কাহিনী হল্লা নয় গোল্লাছুট
সহসা ছিঁড়ে জামদানী নাকফুল উড়ে যায়
পাহাড়ে পাহাড়ে কোরাস তবু
পাখির নীড়ের মতো একটা ভালো ঘর চাই

৩. মেঘমন্দ্র
তুমিইতো আমার বিপুল সম্ভাবনা
সাগর সঙ্গমে যুদ্ধ জয়ের ভিন্ন ধারাপাত
ভালবাসার মেঘজলে নীলপদ্ম
ঢেউ ঢেউ শব্দে নক্ষত্র মানুষ
উড়াল পাখি
মাঝে মধ্যে বাহারি সুন্দর
অবিকল নাগের ফণায় দু› একটা বিষদাঁত
আলোর ধারায় বিশ্বাসী আমি উড়ন্ত পায়রা
হৃদয় বাঁধা তবু কাঁচের ফ্রেমে
করতলে কৃষ্ণপক্ষ সুসুপ্ত যামিনী যেন
দরজার ওপারে নিয়তি ডাকে হরকরা
আমার আকাশে তুমিই মেঘমন্দ্র
অচেনা শহরের শিল্পিত মুখ
কবিতার শব্দে তুমিই বর্ষা রঙিন

মাহবুবা করিম
বিপর্যস্ত দুটি প্রাণ

একটি সমাজ মানছে না তো!
আমরা দুজন শিকল ভাঙি
শিকল ভেঙে গলিয়ে তুলি বরফখণ্ড ইটের শহর।
শিকড়বাকড় টান পড়ে যায় মানছে না তাই
তুমি আমি এক হয়ে যাই জনম জনম জীবনযাপন।

তুমি আমি ভেঙে চূরে এই মরেছি
আমরা দুজন দায় ঠেকেছি যোজন যোজন দূরত্বটা
চুকিয়ে দিয়ে হৃদয় হরণ এই সমাজের।

আমরা দুজন কাছে আসবো
গলির কাছে ঘরের কাছে সমাজ এবং লোকের কাছে
কাছে এসে উনুন পাতবো ভালোবাসার।
পাপ হচ্ছে ভাবুক সমাজ! তোমার আমার এইটুকু কাজ
নিয়ম ভেঙে চতুর্দিকে ছাই উড়াবো ঘৃণা এবং প্রাচুর্যতার।

এনামুল হক
সৃষ্টির অন্তরালে

কালো অন্ধকার গর্তে এক পশলা শিলাবৃষ্টি,
সেখানে অঙ্কুরোধগম হয় এক নতুন চারা গাছ
কালো গর্ত যেন এক নতুন পৃথিবী,
ভিন্ন গ্রহ থেকে রস শুষে নিয়ে বৃদ্ধি হয় চারা গাছের
অনন্য এক লুকোচুরিতে মেতে উঠে দুটি গ্রহ।
অন্ধকার থেকে আলোর জগতে আসার চলে মহাসমারোহ,
নয় মাসের লুকোচুরির পর চারাগাছ উঁকি দেয় আলোর জগতে,
পথিমধ্যে দস্যুর হানা,কলুষিত হয় অন্ধকারময় পবিত্র কালো গুহা,
অপঘাতে মৃত্যু হয় চারা গাছের
সূুদূর পথ পাড়ি দিয়ে অবশেষে আলোর জগতে আসে নিষ্প্রভ,
নিষ্প্রাণ,অসাড় এক চারাগাছ,মর্ত্য বাসীর কান্নার রোল!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন