ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে তা বাতিলে জন্য আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডালেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডালেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সেক্রেটারি শহীদুল ইসলাম, বাসসের ইউনিট চিফ আবুল কালাম মানিক, আহমেদ মতিউর রহমান, গাজী আনোয়ার হোসেন প্রমুখ।
রুহুল আমিন গাজী বলেন, ‘প্রথম থেকেই আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করেছি কিন্তু সরকার আমাদের এই বিরোধিতাকে কোনো তোয়াক্কাই করেনি। একতরফা এই আইন পাশ করেছে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চলুন এই কালো আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। যাতে সরকার এই কালো আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত এই কালো আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে।’
এম আবদুল্লাহ বলেন, ‘আমরা সাংবাদিকরা বস্তুনিষ্ট স্বাধীন সাংবাদিকতা করতে চাই। কোন সরকার দেশ চালাচ্ছে আমাদের জানার দরকার নেই। কিন্তু কেন এই কালো আইন। এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন