শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানবজমিন এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ডিইউজে’র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১১:১০ এএম

মানবজমিন এর বিরুদ্ধে মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এক বিবৃতিতে ডিইউজে’র নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি নিবর্তনমূলক। এই আইন প্রণয়নের পর থেকেই সাংবাদিক সমাজ আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষুব্ধ গোটা সাংবাদিক সমাজ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মতিউর রহমান চৌধুরী ও আল আমীনের বিরুদ্ধে দায়ের করা নিবর্তনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সরকার কর্তৃক স্বীকৃত গণমাধ্যমে প্রকাশিত কোনও প্রতিবেদন দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত কিংবা ক্ষুব্ধ হলে তাদের প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার গ্রহণের আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন