রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

পুড়িয়ে দেব তোমার কবিতা

বু ক ক র্ণা র

| প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ঘৃণা ও ক্ষোভের প্রকাশ

কাব্য প্রন্থটি লিখেছেন মৌসুমী মৌ। ২৯টি কবিতা গ্রন্থিত রয়েছে বইয়ে। মৌ মূলত শিশুতোষ লেখিকা। একজন সংগঠক। মৌর কবিতায় ঘৃণা এবং প্রতিবাদ মূর্ত হয়ে উঠেছে। ভণ্ডামি দৃশ্যমান।

যেমন- কবি নামধারী রাক্ষসী তুমি/
আসরের মাঝখানে মধুকরী হয়ে বসো (পৃ: ১৮)
আর এক জায়গায় লিখেছেন:
নটীদের ছলায় কলায়
বেহায়া ইশ্বর প্রতিদিন সং সাজে বারো ভঙ্গিমায়। (পৃ:১১)
বা দেয়ালের ভাঁজে দীর্ঘশ্বাস কাঁদে
কুৎশিত পৃথিবী, উলঙ্গ দেবতা
এখানে ঘুঙ্গুরের শব্দ নাচে
বিভৎস জীবন। (পৃ: ৩৩)

কবিতার ভাষা সহজ সাবলিল। শব্দ নির্বাচনে সাদামাটা। সরল পাঠকদের ভালো লাগবে। তবে শিল্পের বিষয়ে সচেনতা কাম্য। পুড়িয়ে দেব তোমার কবিতা

প্রকাশকাল: ২০১৭
পার্ল পাবলিকেশন্স ৩৮/২ বাংলাবাজার, ঢাকা।
মূল্য : ৮০ টাকা। ছাপা-বাঁধাই-কাগজ শোভন।
কুতুব উদ্দিন মোসা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন