ময়মনসিংহে ৩০ সেপ্টেম্বর জাতীয় ঐক্যের সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। সমাবেশে পুলিশের মৌখিক অনুমতি মিললেও এখনো লিখিত অনুমতি পায়নি। ফলে ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের সমাবেশ অনিশ্চিত। শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মূলত নাগরিক ঐক্যে এ সমাবেশের মূল আয়োজক। জাতীয় ঐক্যের অন্য দলগুলো এ আয়োজনের সহযোগিতায় থাকবেন।
আয়োজক সূত্র জানায়, জাতীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোববার ময়মনসিংহে সমাবেশ করার জন্য তারিখ ঘোষনা করেন। এরপর গত ২৫ সেপ্টেম্বর নগরীর কৃঞ্চচূড়া চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেন অ্যাড. নজরুল ইসলাম। তিনি জানান, শনিবার বিকেলে পুলিশের ডিএসবি শাখা থেকে সমাবেশের মৌখিক অনুমতি মিললেও এখনো লিখিত অনুমতি না পাওয়ায় ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। আজ বিকেলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, এ সমাবেশে প্রধান অতিথি বিকল্প ধারা সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্য রাখার কথা ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন