শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফেসবুকে ক্ষমা চেয়ে ক্ষমা পাননি সারিকা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মডেল-অভিনেত্রী সারিকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয়শিল্পী সংঘ অপেশাদার আচরণের অভিযোগে গত ১ আগস্ট ছয় মাসের জন্য নিষিদ্ধ করে সারিকাকে। নিষিদ্ধকালীন সময়ে সারিকাকে নিয়ে কোনও পরিচালক নাটক, বিজ্ঞাপনচিত্র, গানের ভিডিও নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। ঘটনার দুই মাস পর এই অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে ক্ষমা চেয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। তবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয়শিল্পী সংঘ এই স্ট্যাটাস আমলে নেয়নি এবং তাকে ক্ষমাও করেনি। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, সারিকাকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়। ফেসবুকের মাধ্যমে নয়। তাই তার যদি সত্যি অনুশোচনা হয়ে থাকে, সে যদি সত্যি ক্ষমা চান সেটাও সাংগঠনিকভাবেই হতে হবে। তাকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয়শিল্পী সংঘের কাছে চিঠি দিতে হবে। তিনি বলেন, আমরা খুবই হতাশ হয়েছি সারিকা তার সমস্যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করে নিজেকে সবার সামনে ছোট করে উপস্থাপন করেছেন। আমরা বারবার বলে থাকি শিল্পীদের কোনও ব্যক্তিগত বিষয় যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রিমন ৩ অক্টোবর, ২০১৮, ৩:৩৩ এএম says : 0
বার বার এক ভুলের জন্য ক্ষমা হয় না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন