শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমাকে খুঁজে পাওয়া যায় না কথাটি সত্য নয় -সারিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন মডেল-অভিনেত্রী সারিকা। বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি শো আমার আমি দিয়ে তার উপস্থাপনা শুরু। উপস্থাপনার মতো নতুন কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, এর আগেও অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এবারই প্রথম ধারাবাহিক কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আশা করি, পুরো যাত্রাটা রোমাঞ্চকর হবে। প্রথম রেকর্ডিংয়ের সময় নিজের মধ্যে কিছুটা জড়তা কাজ করছিল। কিন্তু কথা বলা শুরুর পর, তা কেটে গেছে। আড্ডার ছলে অতিথিদের সঙ্গে ভালো কিছু সময় কাটিয়েছি। সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে। এদিকে অভিনয় করতে গিয়ে মাঝে মাঝেই হারিয়ে যান সারিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই আমি কাজের ব্যাপারে খুঁতখুঁতে, এটা মোটামুটি সবারই জানা। আর অযথা কথা বলার মানুষও আমি নই। আগে একটা সময় নিয়মিত কাজ করেছি। এরপর কিছুদিনের বিরতিতে ছিলাম। তারপর থেকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। তার মানে এই না, অভিনয় থেকে হারিয়ে গেছি বা আমাকে খুঁজে পাওয়া যায় না। কথাটি সত্যি নয়। যদি খুঁজেই না পাওয়া যায়, তাহলে কাজ করি কীভাবে। তাছাড়া অভিনয়ের বাইরে আমারও একটা জীবন রয়েছে। আমার মেয়ের বয়স পাঁচ বছর। পরিবার-পরিজনকেও সময় দিতে হয়। নতুন নাটকের কাজ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি বিইউ শুভর পরিচালনায় পাসওয়ার্ড ফেরত চাই নামে একটি নাটকের শুটিং করেছি। এতে অভিনয় করেছি টমবয় টাইপের একটি মেয়ের চরিত্রে। এ ধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি। এছাড়াও আরও কিছু নাটকের কাজ করার বিষয়ে কথা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন