বিবাহ বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী সারিকা অনেকটাই গুছিয়ে উঠেছেন। বেশ কয়েক বছর তিনি মিডিয়ায় অনুপস্থিত ছিলেন। মূলত সংসারের জটিলতা তাকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিল। এখন নিয়মিত অভিনয় করছেন। এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়। এ থেকে প্রতীয়মান হয় সারিকা মিডিয়ায় সরব হয়েছেন। সারিকা বলেন, এখন শুধু অভিনয়টা করে যেতে চাই। আর কিছু মাথায় নিতে চাই না। আমার ক্যারিয়ারের সব চেয়ে সুসময়ে দূরে সরে গিয়েছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি। নতুন করে বিয়ে ও সংসার নিয়ে তিনি বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে। যখন হওয়ার তখন হবে। এখন ক্যারিয়ার ও আমার মেয়েকে নিয়েই ব্যস্ত থাকতে চাই। এদিকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন সারিকা। বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আমার আমি উপস্থাপনা শুরু করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন