মডেল-অভিনেত্রী সারিকা আড়াল ভেঙ্গে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। কোথায় আছেন, কেমন আছেন তাও কেউ জানত না। তবে তাকে খুঁজে বের করেছেন পরিচালক তুহিন হোসেন। ঈদের একটি টেলিফিল্মে সারিকাকে অভিনয় করিয়েছেন। টেলিফিল্মটির নাম চুল তার কবেকার। এটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। তুহিন জানান, গত সপ্তাহে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে। এখন চলছে স¤পাদনার কাজ। রোমান্টিক ধাঁচের নাটক এটি। এতে সারিকার বিপরীতে আছেন মিশু সাব্বির। আরও থাকছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। ঈদ আয়োজনের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে। তবে ঈদের আর কোনো নাটক বা টেলিফিল্মে সারিকা অভিনয় করছেন কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, ২০১৪ সালে হঠাৎ মাহিম করিমকে বিয়ে করে মিডিয়ায় অনিয়মিত হয়ে পড়েন সারিকা। ২০১৬ সালে বিচ্ছেদের পর আবারও কাজে ফেরেন তিনি। কিছুদিন কাজ করার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন